তওবা

ইসলামের দৃষ্টিতে যাদের তওবা পর্যন্ত কবুল হবে না!

এই পোস্টে আল্লাহতায়ালা কোরআনে কারিমে ইরশাদ করেন যে যারা ঈমান আনে ও পরে কুফরি করে এবং আবার ঈমান আনে, আবার কুফরি করে তাদের তওবা কবুল হবে না। তওবার দরজা কখন বন্ধ হবে এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ কি…

তওবাকারীকে আল্লাহতায়ালা ভালোবাসেন

আল্লাহতায়ালা তওবাকারীকে পাপমুক্ত করে না, বরং তার পাপকে পুণ্যে রূপান্তরিত করেন। তবে তারা নয়, যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে। তওবা করে আল্লাহতায়ালা তাদের পাপকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন।

তওবাকারীকে আল্লাহতায়ালা ভালোবাসেন

তওবা হলো অতীতের গোনাহের অনুশোচনা এবং ইসলামে এটি অতি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে এটি প্রশংসিত এবং হাদিসেও এর বর্ণনা রয়েছে। তওবাকারীকে আল্লাহতায়ালা ভালোবাসেন এবং তাদের জন্য অধিক ক্ষমা প্রদান করেন।